Apan Desh | আপন দেশ

শুটারগানসহ চাকরিচ্যুত সেনা সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

শুটারগানসহ চাকরিচ্যুত সেনা সদস্য আটক

ফাইল ছবি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে বিকসান মিয়া নামে এক চাকরিচ্যুত এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান গুলিসহ উদ্ধার করা হয়। যেটিতে অত্যাধুনিক রাইফেলের গুলি ব্যবহৃত হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকা থেকে ওই সেনা সদস্যকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকায় সোমবার রাত দেড়টার দিকে ৮/৯জন অজ্ঞাত পরিচিত ব্যাক্তি ডাকাতির প্রস্তুতি নেয়। স্থানীয় জনতা টের পেয়ে সংঘবদ্ধ হলে ডাকাত দল স্থানীয় বাসিন্দাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয়। এ সময়য় কয়েকজন এক ডাকাত সদস্যকে জড়িয়ে ধরে ফেলে।

পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিকসান মিয়া নামে একজনকে আটক করে। সে পুলিশের কাছে স্বীকার করেছে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার পাচঁধোনা এলাকায়। বর্তমানে রামু সদরে ভাড়া বাসায় থাকেন। তার পিতার নাম সোলাইমান মিয়া।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ জানায়, আটকৃত ব্যক্তির আসল নাম পরিচয় এবং তার সঙ্গে আর কারা জড়িত ছিল তা যাছাই করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপন দেশ/এমএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়