Apan Desh | আপন দেশ

দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই-সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই-সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ছবি: আপন দেশ

দেশব্যাপী চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙ্গামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সাধারণ ছাত্র জনতা এ বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, দুই হাজার ছাত্রের রক্ত এবং ত্রিশ হাজার আহতের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। নতুনভাবে স্বাধীন এ দেশে এখনও ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। সরকারের প্রতি দাবি জানিয়ে তারা বলেন, অবিলম্বে এসব অপরাধীদের বিচার করতে হবে। পাশাপাশি সামাজিকভাবে এসব অপরাধীদের প্রতিহতের ডাক দিয়েছেন বক্তারা।

কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং শহিদুল ইসলামের সঞ্চলনায় সামবেশে বক্তব্য দেন, বিপ্লবী ওয়াকার্স পার্টির নেত্রী জুঁই চাকমা, রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ওয়াহিদুজ্জামান রোমান, বৈষম্যবিরোধী ছাত্র নেতা মো. সাইমন ইসলাম, ইমাম হোসেন এবং বরকল উপজেলা ছাত্র পরিষদের সভাপতি তসলিম উদ্দিন।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়