
ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে,এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব। যেখানে পাস করার পর তাকে চাকরির অফার দেয়া হবে। কেউ বেকার থাকবে না।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতের আমীর বলেন, আমরা এ দেশে মেজরিটি-মাইনরিটি মানি না। যারাই এ দেশে জন্ম নিয়েছে, তারা সবাই দেশের গর্বিত নাগরিক। বিশেষ করে মুসলিম ভাইদের বলব, অন্য ধর্মের মানুষকে কষ্ট দেবেন না। যারা এ দেশকে মেজরিটি-মাইনরিটি করে রেখেছিল, তারাই মাইনরিটির জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
আরও পড়ুন<<>>বর্ধিত সভায় যে বার্তা দিবেন তারেক রহমান
তিনি বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা তাদের অহেতুক উষ্টা দিতে চাই না। তবে তাদের উচিত আমাদের উপর এমন কিছু না চাপিয়ে দেয়া যেগুলো আমাদের জন্য অপমানজনক।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা আর গডফাদার-গডমাদারের বাংলাদেশ দেখতে চাই না। আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে চাই।
পঞ্চগড়বাসীর উদ্দেশে জামায়াতের আমীর বলেন, কৃষিভিত্তিক এলাকা হিসেবে এ জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বেকারের মালা গলায় নিয়ে ঘোরার চেয়ে কৃষিবিদ হওয়া অনেক ভালো। একজন কৃষক এক সেকেন্ডের জন্য বেকার থাকে না। যেসব এলাকা এর আগে বঞ্চিত হয়েছে, আমরা সরকারে গেলে তারা তাদের পাওনা আগে পাবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।