Apan Desh | আপন দেশ

স্বাধীনতার সীমায় নিরপেক্ষ থাকার চেষ্টা করছি: দুদক চেয়ারম্যান

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

স্বাধীনতার সীমায় নিরপেক্ষ থাকার চেষ্টা করছি: দুদক চেয়ারম্যান

ছবি: আপন দেশ

সব ধরনের স্বাধীনতারই সীমাবদ্ধতা রয়েছে। আমরা যতটুকু স্বাধীনতা পেয়েছি, তার মধ্যেই নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি—এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের গণশুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ গণশুনানির আয়োজন করে দুদক, পাবনা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায়।

দুদক চেয়ারম্যান বলেন, দুদকের কাজ হলো বিচারিক প্রক্রিয়ার জন্য মামলা তৈরি করা। আদালত পরে সে বিচার সম্পন্ন করে। পাবনা সবসময় প্রতিবাদী জেলা হিসেবে পরিচিত, তাই দুর্নীতির বিরুদ্ধেও এখানে আরও জোরালো প্রতিবাদ হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। আরও উপস্থিত ছিলেন দুদক রাজশাহী রেঞ্জের পরিচালক কামরুল আহসান, দুর্নীতি প্রতিরোধ কমিটির মহাপরিচালক আখতার হোসেন, জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ারুল আজিজ।

গণশুনানিতে ১৫৭টি অভিযোগ জমা পড়লেও তফসিলভুক্ত ৫৭টি অভিযোগ নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দফতরের বিরুদ্ধে হয়রানি ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন সেবা প্রত্যাশীরা। উপস্থিত দপ্তরের কর্মকর্তারা এসব অভিযোগের তাৎক্ষণিক জবাব দেন।

অধিকাংশ অভিযোগ জমিজমা সংক্রান্ত ছিল। ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠে আসে। দুদক এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়।

ভুক্তভোগী, ইব্রাহিম হোসেন অভিযোগ করেন, ভূমি অফিসের কর্মচারীরা মাত্র ৫ হাজার টাকা বেতন পেয়ে কীভাবে পাঁচতলা বাড়ি করেন? অথচ আমি দীর্ঘদিন ইতালিতে থেকেও তা পারিনি। তিনি পাবনার সেটেলমেন্ট অফিসের সকল কর্মকর্তাকে বদলির দাবি জানান।

অন্যদিকে, চর বোয়ালিয়া গ্রামের মজিবর রহমান অভিযোগ করেন, ভূমি অফিসের লোকজন অর্থের বিনিময়ে জমি লিখে দেন। টাকা দিলে সহজেই কাজ হয়, না দিলে মাসের পর মাস ঘুরাতে হয়। দুদক পরে একটি বিশেষজ্ঞ টিম পাঠিয়ে এসব অভিযোগ তদন্তের আশ্বাস দেয়।

গণশুনানিতে পাবনার বিআরটিএ, পাসপোর্ট অফিস, জেনারেল হাসপাতাল, নির্বাচন অফিস, সাব-রেজিস্ট্রার অফিস ও বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ উঠে আসে। অভিযোগগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেয় দুদক।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়