
প্লেকার্ড হাতে ফাঁসির মঞ্চ সাজিয়ে ধর্ষকদের প্রতীকী ফাঁসি কার্যকর করতে শিক্ষার্থীদের বিক্ষোভ।
পিরোজপুরে ধর্ষকের দ্রুত বিচার ও ফাঁসি কার্যকর করার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। পিরোজপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী প্লেকার্ড হাতে শহরের প্রধান সড়কগুলোতে মিছিল বের করে। তারা ফাঁসি কার্যকরের মাধ্যমে ধর্ষকের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করার দাবি জানায়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুরের মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী প্লেকার্ড হাতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা টাউন ক্লাব মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্নিগ্ধ ও আনিকা। তারা বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা হয় না। এ অবস্থা আর সহ্য করা যায় না। আমরা দাবি জানাচ্ছি, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এ ধরনের অপরাধীদের গ্রেফতার করতে ব্যর্থ হন, তাহলে তার পদত্যাগ করা উচিত।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, আমরা এমন সমাজ চাই যেখানে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে। এজন্যই ধর্ষকদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের এ প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও সংহতি প্রকাশ করে। পরে শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফাঁসির মঞ্চ সাজিয়ে ধর্ষকদের প্রতীকী ফাঁসি কার্যকর করে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।