Apan Desh | আপন দেশ

ভারতীয় এনআইডি-বিদেশি পিস্তলসহ নারী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ভারতীয় এনআইডি-বিদেশি পিস্তলসহ নারী গ্রেফতার

গ্রেফতার নাদিরা আকতার হ্যাপি

ময়মনসিংহের গফরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ভারতীয় এনআইডি কার্ড ও বিদেশি পিস্তলসহ নাদিরা আকতার হ্যাপি (৫০) নামে নারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গফরগাঁও পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড শিলাসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই এলাকায় তৃতীয় স্বামী আবু হোসেনের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন নাদিরা আকতার।

এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, শিশা টানা পাইপ, বড় ত্রিশূল, ছোট ত্রিশূল, হুক্কা, কল্কি, ৫ সৌদি রিয়াল ও ২ হাজার ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী জানতে পারে শিলাসী এলাকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসায় অস্ত্রসহ এক নারী বসবাস করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে নাদিরা আক্তারকে গ্রেফতার করে যৌথবাহিনী ।

আরওপড়ুন<<>>ফরিদপুরে বিএনপি কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণ

এ সময় তার কাছ থেকে ভারতীয় এনআইডি কার্ড, বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, শিশা টানা পাইপ, বড় ত্রিশূল, ছোট ত্রিশূল, হুক্কা, কল্কি, ৫ সৌদি রিয়াল ও ২ হাজার ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।

 ওই নারী অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ইয়াবা সেবনকারী হিসাবে পরিচিত। গ্রেফতারের পর তাকে গফরগাঁও থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।

গফরগাঁও থানার ওসি মো. শিব্বিরুল ইসলাম বলেন, ওই নারীর বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়