
ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খাঁন
পাবনায় দুদকের গণশুনানিতে গিয়ে সদর উপজেলার আলোচিত ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খাঁন গ্রেফতার হয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জেলা শিল্পকলা অ্যাকাডেমি সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম। তিনি জানান, এজাহারভূক্ত না হলেও শুরু থেকেই ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ ছিলো। পুলিশ অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতার প্রমাণ পায়। এর প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়।
আরওপড়ুন<<>>ধর্ষকের বিচার ফাঁসি কার্যকর করতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বুধবার বিকেলে আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত দুদকের গণশুনানি অনুষ্ঠানস্থলে যান ইউপি চেয়ারম্যান সুলতান। এক সেবাগ্রহীতা ইউপি সচিব সেলিমের বিরুদ্ধে জন্মনিবন্ধন সনদ করায় হয়রানির অভিযোগ আনলে তার জবাব দিতে গণশুনানিতে সচিবকে তলব করে দুদক।
সেখানে চেয়ারম্যান সুলতানের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও সচিবের সঙ্গে শুনানিতে অংশ নেন তিনি। জবাব শেষে শিল্পকলা থেকে বের হতেই তাকে গ্রেফতার করে পুলিশ। ইউপি চেয়ারম্যান সুলতান খাঁন আওয়ামীলীগ সমর্থক হলেও তিনি দলীয় কোনো পদে নেই।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।