Apan Desh | আপন দেশ

ছাত্রীদের সঙ্গে শিক্ষকের টালমাটাল নাচের ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্রীদের সঙ্গে শিক্ষকের টালমাটাল নাচের ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় স্কুলের ছাত্রীদের সঙ্গে  প্রধান শিক্ষকের টালমাটাল নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রধান শিক্ষকের এমন বিতর্কিত নাচের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। 

অভিযুক্ত শিক্ষকের নাম সুশান্ত সরকার। তিনি উপজেলার ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।  

ভিডিওতে দেখা যায়, শিক্ষক সুশান্ত সরকার একটি গানের তালে তালে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচানাচি করছেন। আর তাকে ঘিরে বিদ্যালয়ের একদল ছাত্রীরা হৈ-হুল্লোড় করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচানাচি করছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থী ও শিক্ষকরা চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি নাটোরের গ্রীণ ভ্যালি পার্কে শিক্ষা সফরে যায়। ওই দিন অনুষ্ঠানের ফাঁকে শিক্ষার্থীদের অনুরোধে শিক্ষক সুশান্ত সরকার একদল ছাত্রী নিয়ে গান বাজিয়ে টালমাটাল অঙ্গভঙ্গিতে নাচানাচি করেন। পরবর্তীতে অশালীন অঙ্গভঙ্গির এমন নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় সচেতন মহলের কেউ কেউ ওই শিক্ষকের শাস্তির দাবি করেছেন।

আরওপড়ুন<<>>ফরিদপুরে বিএনপি কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণ

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক শিক্ষক জানান, ওনার জ্ঞান বুদ্ধি একটু কম আছে।

বিদ্যালয়ের অভিভাবক মো. আবুল খায়ের বলেন, শিক্ষক হচ্ছে পিতার সমতুল্য। শিক্ষা সফরে গিয়ে ছাত্রীদের আনন্দ দেয়ার জন্য মার্জিত গানের সঙ্গে তিনি নাচতেই পারেন। এটা দোষের কিছু দেখি না। তবে গানটি নির্বাচনে তার ভুল ছিল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত সরকার বলেন, আমি একটু সংস্কৃতিমনা মানুষ। অসৎ উদ্দেশ্য নিয়ে নাচানাচি করিনি। তবে এভাবে নাচানাচি করা আমার ঠিক হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির বলেন, নাচের ভিডিওটি আমি দেখেছি। তিনি গান নির্বাচনে এবং নাচের বিষয়ে মার্জিত রুচির পরিচয় দেননি বলে আমার মনে হয়েছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়