Apan Desh | আপন দেশ

আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: জামায়াত সেক্রেটারি

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: জামায়াত সেক্রেটারি

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কোনো সম্পর্ক নেই। তাদের রাজনীতি করার অধিকার নেই।

তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের মতো নিষ্ঠুর শাসককে আর রাজনীতিতে সুযোগ দিতে পারে না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বরগুনা টাউন হল ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক পরওয়ার।

আওয়ামী লীগের সমালোচনা করে জামায়াত সেক্রেটারি বলেন, তারা ভেবেছিল যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে, ততদিনে কাউকে ক্ষমতায় আসতে দেবে না। ৫ আগস্ট ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, দেশের বিজয়ী হয়েছে।

আরওপড়ুন<<>>আমরা ক্ষমতায় গেলে কেউ বেকার থাকবে না: ডা. শফিকুর রহমান

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু সংস্কার শেষ করে নির্বাচন দিন। জামায়াত সেক্রেটারি বলেন, আমরা ৫/৬ মাস অপেক্ষা করতে রাজি আছি।

তিনি আরও বলেন, জামায়তে ইসলামী ভোট কাটতে পারবে না। তাদের টাকাও নাই, মাস্তানও নেই। যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়