
গাজীপুরের আদালতে আসামিদের ওপর হামলা।
গাজীপুরে জমিসংক্রান্ত মামলার দুই আসামিকে অপহরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আসামিপক্ষ হামলার জন্য বাদীপক্ষকে দায়ী করেছে।
অপহৃতরা হলেন- মো. মিলন মিয়া (৩৫) ও বাবুল মিয়া (৪০)। তারা গাজীপুরের শ্রীপুর থানার তেলিহাটি এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন, আইয়ুব আলী ও মতিউর রহমান। তারা আইনজীবী সমিতির কর্মচারী।
আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম ও জিএমপির সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, বাদী নাজমুল হক জমি নিয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় ১৩ আসামি আগে থেকেই জামিনে ছিলেন। বুধবার ছিল তাদের স্থায়ী জামিন নেয়ার দিন।
সকালেই আদালতে হাজিরা দিয়ে জামিন পান আসামিরা। এরপর আদালত চত্বর থেকে বের হওয়ার সময় তারা দেখে, বাদীপক্ষ দেশীয় অস্ত্র (দা, চাকু, লাঠি) নিয়ে অবস্থান করছে। ভীত হয়ে আসামিরা বিষয়টি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে জানান।
আইনজীবী তাদের নিরাপদে আনতে আইয়ুব আলী ও মতিউর রহমানকে পাঠান। কিন্তু আদালত চত্বরের বাইরে যাওয়ার পরপরই বাদীপক্ষের লোকজন অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর করে ও দুই আসামিকে জোর করে তুলে নিয়ে যায়।
এ বিষয়ে আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, আজ সকালে একটি মামলায় ১৩ আসামি হাজিরা দেয়ার জন্য আদালতে আসেন। আসামিরা পূর্বে আদালত থেকে জামিনে ছিলেন। আজকে তাদের স্থায়ী (বদলি) জামিন নেয়ার দিন ধার্য ছিল। বাদী আসামিদের জামিন বাতিলের আবেদন করেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ আদালতের বিচারক সেলিনা আক্তার আসামিদের জামিন মঞ্জুর করেন। জামিন লাভের পর আসামিরা আদালত থেকে বের হয়ে বাদীপক্ষের লোকজনকে সশস্ত্র অবস্থায় দেখে ভয় পান। পরে তারা বিষয়টি আমাকে জানালে আমি আসামিদের নিরাপদে আমার এখানে নিয়ে আসার জন্য আইনজীবী সমিতির দুজন কর্মচারী আইয়ুব আলী ও মতিউর রহমানকে পাঠাই।
তাদের নিয়ে আমার অফিসের নিচে আসার পরে বাদী ও তার লোকজনের হামলায় ১৩ আসামি ও সমিতির দুই কর্মচারী মারাত্মকভাবে আহত হন। তাদের মধ্যে আইয়ুব আলীর মাথায় আঘাত লেগেছে। তার মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে। এ সময় বাদীপক্ষ দুজনকে অপহরণ করে নিয়ে যায়।
সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, এ ঘটনার সময়ে সিসিটিভির ফুটেজে দেখা যায়, সেখানে পুলিশের দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি তাৎক্ষণিকভাবে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। আজ আমাদের আইনজীবী সমিতির সাধারণ সভা। বিষয়টি সেখানে আলোচনা করা হবে।
ওসি মেহেদী হাসান বলেন, আদালত চত্বরে হামলায় কয়েক জনের আহত হওয়ার খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।