Apan Desh | আপন দেশ

স্বামী-স্ত্রীসহ ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

স্বামী-স্ত্রীসহ ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ছবি : আপন দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি নাগরিক স্বামী-স্ত্রীসহ ৮ জনকে আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে পতাকা বৈঠকে বাংলাদেশীদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবি পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এ ঘটনায় বিজিবির কাছে হস্তান্তরকৃতদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তরের পর অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
 
হস্তান্তরকৃতরা হলেন, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের পাঠান সিং বর্মনের ছেলে হরেন বর্মন (৪০), তার স্ত্রী মমতা রানী (৩৫), ছেলে অজয় কুমার বর্মন (২১), নব বর্মন (১৭), আখা নগর ইউনিয়নের কুলেশ চন্দ্র বর্মনের ছেলে রিপন বর্মন (১৭), দেবগঞ্জ এলাকার আন্বেশ্বর রায়ের ছেলে শুশান্ত রায় (২২) এবং গড়েয়া এলাকার ইয়ধিশথির রায়ের ছেলে আশিশ রায় (১৮)।

আরেকদিকে সীমান্ত প্রবাহিত মহানন্দা নদীতে পাথর উত্তোলনের সময় ভারতীয় সীমান্তে প্রবেশ করায় রবিউ ইসলাম (৪৫) নামের এক পাথর শ্রমিককে আটকের পর ফেরত দেয় বিএসএফ। রবিউল তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার গিয়াস উদ্দীনের ছেলে।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি’র অধিনস্থ তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৭৩০ এর ৬ সাব পিলার এলাকা দিয়ে মহানন্দা নদী পার হয়ে সীমান্তে কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সাতজন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। 

আরও পড়ুন<<>>নিত্যপণ্যের দাম লাগামহীন, হার্ডলাইনে প্রশাসন

ওই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের বানেশ্বরজোত বিওপির বিএসএফের টহলদল তাদের আটকের পর বিজিবিকে জানায়। পরে বুধবার সন্ধ্যা ৬টায় সীমান্তের মেইন পিলার ৭৩০ এলাকায় বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে অনুপ্রবেশকারী সাত বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

এদিকে ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ তেঁতুলিয়া বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৪৪৩ এর ১৩ সাব পিলার থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের ভেতরে অবৈধভাবে বাংলাদেশি পাথর শ্রমিক পাথর-বালু উত্তোলন করছিলেন। ওই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসফের ১৮ ব্যাটালিয়নের বিবেকানন্দ ক্যাম্পের টহল দল তাকে আটক করে। পরে বিষয়টি তেঁতুলিয়া বিওপির জানতে পেরে বিএসএফ বানেশ্বরজোত বিওপির সাথে যোগাযোগ করে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় পতাকা বৈঠকের পরে বাংলাদেশি পাথর শ্রমিককে বিজিবির কাছে হস্তান্তর করে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, দালালের মাধ্যমে স্বামী-স্ত্রী ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফের হাতে আটক হয়। পরে আমরা তাদের পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনি। এদিকে এক পাথর শ্রমিক সীমান্ত অতিক্রম করায় তাকেও আটক করলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকেও ফেরত দেয় বিএসএফ। সীমান্তে বিজিবির টহল সব সময় জোরদার রয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তেঁতুলিয়া মডেল থানার ওসি এনায়েত কবির বলেন, বিজিবির পক্ষ থেকে থানায় দুটি মামলা হয়েছে। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়