Apan Desh | আপন দেশ

রাবিপ্রবি’র ছাত্রলীগের নেতা আটক

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

রাবিপ্রবি’র ছাত্রলীগের নেতা আটক

বিশ্বজিৎ শীল সাগর।

রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করা হয়। এতে বিশ্বজিৎ শীল সাগর নামের এক ছাত্রলীগের নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা পুলিশ।

বিশ্বজিৎ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। তার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায়। তবে সে শহরের রিজার্ভ বাজারের ১নং পাথরঘাটা এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, গ্রেফতার বিশ্বজিৎ বিগত জুলাই-আগষ্টের হামলাসহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল।

এদিকে রাঙামাটি রাবিপ্রবির শিক্ষার্থীরা জানিয়েছে, বিশ্বজিৎ শীল সাগর বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে রাবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের ধরে ধরে সারা শরীর চেক করতো। মোবাইল চেক করে ইসলাম ও বিএনপি জামায়াতের কোনো কিছু দেখতে পেলে সঙ্গে সঙ্গেই মারধর করতো, ভর্ৎসনা করতো। তার অত্যাচারে অতিষ্ঠ ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

রাঙামাটি পুলিশ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্টে প্রায় ৫৩ জনকে আটক করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়