Apan Desh | আপন দেশ

প্রেমের ফাঁদে ফেলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

প্রেমের ফাঁদে ফেলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

গৃহবধূকে ধর্ষণকারীরা ৫ জন।

২১ বছর বয়সী এক গৃহবধূকে দলবদ্ধ 'ধর্ষ‌ণ’ করা হয়েছে। গৃহবধূর গ্রামের বাড়ি কু‌ড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়। ধর্ষ‌ণের ঘটনায় প্রেমিকসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে পু‌লিশ।

বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে তাদের গ্রেফতার করে ফুলবাড়ী থানা পু‌লিশ।

পুলিশ ও ভুক্তভোগী থেকে জানা গেছে, ২১ বছর বয়সী ওই গৃহবধূর সঙ্গে মইনুল হক (২৩) নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত দেড়টায় তিনি মইনুলের সঙ্গে দেখা করতে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামে যান।

কিন্তু এটি ছিল একটি পূর্বপরিকল্পিত ফাঁদ। মইনুল তার বন্ধু ইয়াকুব আলী (২৫) ও আরও পাঁচ সহযোগী মিলে ধর্ষণের পরিকল্পনা করে। গভীর রাতে ওই গৃহবধূ ইউক্যালিপটাস বাগানে গেলে সাত যুবক মিলে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী বুধবার (২৬ ফেব্রুয়ারি) ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন। এরপর অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— মইনুল হক (২৩), চন্দ্রখানা বালাতাড়ি গ্রাম। ইয়াকুব আলী (২৫), চর বড়লই গ্রাম। হাসানুর রহমান (২০), চন্দ্রখানা বালাতাড়ি গ্রাম। সোহেল রানা (২১), চর বড়লই গ্রাম। লাল মিয়া (৪০), চর বড়লই হাজীটারী গ্রাম

মামলায় আরও দুইজন অভিযুক্ত রয়েছেন— আতিয়ার রহমান (৩৫), চর বড়লই গ্রাম। আল আমিন (২০), কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা গ্রাম।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ বলেন, গ্রেফতার হওয়া পাঁচজনই ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়