
ফাইল ছবি
রাঙামাটির রাজস্থলী উপজেলায় বন্য হাতির আক্রমণে উসচিং মারমা (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উসচিং মারমা ওই গ্রামের কৃষক মৃত্যু ক্যাও মারমার ছেলে।
রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে ঘর থেকে বের হয়ে নিজ এলাকায় খেত কামারে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসাচিং মারমা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উসাচিংকে মৃত্যু ঘোষণা করেন।
আরও পড়ুন>>>রাবিপ্রবি’র ছাত্রলীগের নেতা আটক
নিহত ব্যক্তির ছেলে মংছাই মারমা বলেন, কাইতাক পাড়া এলাকায় তাদের কলাবাগানের কাজ চলছে। সকালে বাসা থেকে বের হয়ে বাগানে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা।
গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নং ওয়ার্ডের সদস্য লামুচিং মারমা বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায় সময় লোকালয়ে নেমে আসছে। আজ সকালে বন্য হাতির দল কলা গাছ খেতে নামে। এ সময় হাতির আক্রমণে কৃষক উসাচিং মারমা মৃত্যু হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।