
ছবি: আপন দেশ
নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে লায়লা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন—লায়লা বেগম, কামরুল ইসলাম, আকলিমা বেগম, নাফিসা বেগমসহ আরও অনেকে।
স্থানীয় সূত্র জানায়, তমরদ্দি লঞ্চঘাটের আগের ইজারাদার ছিলেন আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা কাজল। কিন্তু গত ৫ আগস্টের পর উপজেলা বিএনপির নেতা আলমগীর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে নেন। পরে কাজলের সঙ্গে সমঝোতার মাধ্যমে ঘাটের দায়িত্ব এককভাবে পরিচালনা করতে থাকেন তিনি।
কিন্তু তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার এ পরিস্থিতি মেনে নিতে পারেননি। দীর্ঘদিন ধরে তিনি ঘাটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার সকালে তানভীরের অনুসারীরা দলবল নিয়ে ঘাট দখলে গেলে আলমগীরের লোকজন তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শ্রমিকদের পরিবারের নারী-পুরুষরা এগিয়ে আসলে সংঘর্ষ আরও ব্যাপক আকার ধারণ করে।
সংবাদ পেয়ে দ্রুত পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামায়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন>>>চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
ঘাটের সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করে বিএনপি নেতা আলমগীর বলেন, আমি শুধু শ্রমিকদের দেখভাল করি। প্রতিদিনের আয় থেকে ইজারাদার গোলাম মাওলা কাজল ৪০ শতাংশ টাকা নিয়ে যান।
আরও পড়ুন>>>প্রেমের ফাঁদে ফেলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫
অন্যদিকে, তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার বলেন, আলমগীর বিএনপি থেকে বহিষ্কৃত। সে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ঘাট দখল করে রেখেছে। তবে তিনি ঘাট দখলের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, তমরদ্দি লঞ্চঘাটের দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।