
ছবি : আপন দেশ
পঞ্চগড়ের তেঁতুলিয়ার ইউএনও ফজলে রাব্বির বদলির আদেশের বিরুদ্ধে গণআপত্তি ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জনসাধারণ। ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার করে পূর্ণবহালের দাবিতে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ নির্বাহী কর্মকর্তার বদলির প্রতিবাদে বিক্ষোভ শেষে দাবি দাওয়া সম্বলিত একটি গণআপত্তিপত্র জেলা প্রশাসক বরাবরে জমা দেন।
এদিকে বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে ইউএনও ফজলে রাব্বির বদলিজনিত সংবর্ধনা। সে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অনেকে ইউএনও বদলির বিষয়টি নিয়ে আপত্তি করে বক্তব্য রেখেছেন।
তারপরেই উপজেলার কিছু বাসিন্দা তার বদলিতে আপত্তি তোলেন। এ সময় তারা জানান, সৎ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তিনি স্বার্থান্বেষী কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়েছে। তাই বদলি বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান তারা।
তারা জানান, জুলাই আগষ্ট বিপ্লবের ঘটনায় দেশের অনেক উপজেলার ইউএনও পালিয়ে গেলেও তেঁতুলিয়ার ইউএনও তিনি তার কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন এবং নিয়মিত তার কার্যালয়ে অফিস করছেন। তিনি যখনই উপজেলার কোন মানুষের বিপদ আপদ, সমস্যার কথা শুনেছেন তখনই তিনি ছুটে গেছে ঘটনাস্থলে। এছাড়া প্রতিহিংসার তার শিকার হয়েছেন। তেঁতুলিয়া কৃষি অফিসে কৃষি প্রণোদনা বিতরণের অনিয়মের হাতেনাতে ধরার কারনে এবং সুবিধাবাদীদের সুযোগ সুবিধা ও দালাল মুক্ত উপজেলা গড়ার কারনে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়।
গণ আপত্তিপত্রে স্বাক্ষর করেছেন তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা সাকিমুল ইসলাম সাকিল, মফিবুল ইসলাম, শরিফুল ইসলাম, মনির হোসেন, ফয়সাল, সাইম হোসেন, দুলাল হোসেন, রওশন আলী, আলিয়ার রহমান ও হাবিবুর রহমান।
শরিফুল ইসলাম নামে এক বাসিন্দা জানান, তেঁতুলিয়ার ইউএনও সাধারণ ও গরীব মানুষদের জন্য অনেক কাজ করছেন। তিনি তার অফিসে সততার সঙ্গে দায়িত্ব পালন করছে। কিছু স্বার্থলোভী মানুষ সুবিধা না পাওয়ায় তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করেন। আমরা তার বদলির আদেশের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। একই কথা বলেন মনির হোসেন নামে আরেক বাসিন্দা।
মনির হোসেন বলেন, ইউএনও ফজলে রাব্বি অনেক ভালো অফিসার। উপজেলায় গেলে তিনি দায়িত্বেও সাথে আমাদের উপজেলা বার্ষিকী সেবা প্রদান করেন। তিনি একজন সৎ ও সাহসী অফিসার। তিনি অন্যায়কে প্রশ্রয় না দেয়ার কারণে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ করেন অসাধু সুবিধা বঞ্চিতরা। তিনি যেন পূর্ণবহলা থাকে তার দাবি জানাচ্ছি।
এদিকে একই দিন দুপুরে তেঁতুলিয়া উপজেলা পরিষদের চত্তরে ইউএনওর বদলির খবর শুনে ছুটে যান তেঁতুলিয়ার সাধারণ ভ্যানচালকরা। এসময় অনেককে তার বদলির খবর শুনে কাঁদতেও দেখা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, আমরা যারা চাকরিজীবী, তারা দেশ ও মানুষের সেবার জন্য সারা বাংলাদেশে কাজ করার জন্য প্রস্তুত থাকি। আমি তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি এ উপজেলা উন্নয়নের সহ সাধারণ মানুষের পাশে থেকে সেবা প্রদান করার। তেঁতুলিয়া উপজেলাবাসীর কাছে চির কৃতজ্ঞ। তারা আমাকে তাদের পাশে থেকে কাজ করার সুযোগ সুযোগ দিয়েছে। আমি সাধারণ মানুষের সঙ্গে সব সময়ই মেশার চেষ্টা করেছি, তাদের সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। যারা আমার বদলির আদেশ শুনে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে গিয়েছেন তারা হয়তো আমাকে ভালোবাসে গেছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।