Apan Desh | আপন দেশ

‘ভ্যালেন্সিয়া’ আলু চাষে কৃষকদের বিপ্লব

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

‘ভ্যালেন্সিয়া’ আলু চাষে কৃষকদের বিপ্লব

ছবি : আপন দেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মার্ট কৃষি প্রযুক্তির সফল প্রয়োগ হচ্ছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন গবেষক প্রফেসর ড. জুবায়ের আল মাহমুদ, প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম ও প্রফেসর ড. মো. হাসানুজ্জামান এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন।

ঢাকা ব্যাংক পিএলসির সহায়তায় পরিচালিত প্রকল্পের আওতায় খরা সহনশীল ও অধিক উৎপাদনশীল জাতের চাষাবাদ চলছে। নেদারল্যান্ডের ‘ভ্যালেন্সিয়া’ জাতের আলু, বিনা সরিষা-৯, বিনা মসুর-৬ এবং উন্নত জাতের খিরা চাষের মাধ্যমে কৃষকেরা লাভবান হচ্ছেন।

গোদাগাড়ীর মোহনপুরের কাজীপাড়া মাঠের প্রদর্শনী প্লটে আলু হারভেস্ট করে দেখা গেছে, প্রচলিত জাতের তুলনায় ফলন প্রায় ৪০% বেশি হচ্ছে। কৃষকরা জানিয়েছেন, দেশি আলুর তুলনায় ‘ভ্যালেন্সিয়া’ জাতের ফলন বেশি ও সময়ও কম লাগে। বিঘাপ্রতি প্রায় ১০০ বস্তা আলু উৎপাদন হওয়ায় তারা লাভবান হচ্ছেন।

সিএসআর ফান্ডের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ, বিনামূল্যে বীজ ও সারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে। এ প্রকল্প দীর্ঘমেয়াদে কৃষকের জীবনমানের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রদর্শনী প্লটের আলু চাষী  কৃষক জসীম উদ্দীন ও গোলাম মোস্তফা জানান সাধারণ আলুর চেয়ে নেদারল্যান্ডের ভ্যালেন্সিয়া জাতের আলুর ফলন বেশি। দেশি  জাতের  চেয়ে সময়ও কম লাগে। বিঘা  প্রতি ফলন প্রায় ১০০ বস্তা। এতে করে আমরা কৃষকেরা লাভবান হচ্ছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়