Apan Desh | আপন দেশ

গণতন্ত্র-সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই: তারেক রহমান

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২২:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

গণতন্ত্র-সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নেই।

স্বৈরাচার পালিয়ে গেলেও গণতন্ত্র এখনও ঝুঁকিমুক্ত নয় বলেও জানিয়েছেন তিনি। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

আরওপড়ুন<<>>‘আ.লীগের ক্ষমতা পাকাপাকি করতেই শাপলা চত্বরে গণহত্যা’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাসী, অবিশাসী, সংশয়বাদী নির্বিশেষে বাংলাদেশে সবার সমান অধিকার থাকবে, এটাই বিএনপির নীতি। 

তিনি আরও বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। দেশে যদি ন্যায়বিচার ও আইনের শাসন না থাকে, তাহলে সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু কেউই নিরাপদ নয়।

তারেক রহমান বলেন, সাড়ে পাঁচ হাজার বছর আগে যখন হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণ মথুরায় অবতীর্ণ হন, তখন কংস ছিল অত্যাচারী শাসক। শ্রীকৃষ্ণ  অত্যাচারী শাসক কংসকে বিনাশ করেন। ঠিক একইভাবে এক দশকের বেশি সময় ধরে দেশে কংসের মতো স্বৈরাচার জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। দলমত নির্বিশেষে গণঅভ্যুত্থানের মাধ্যমে তার স্বৈরাচারের পতন হয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়