
ছবি : আপন দেশ
শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে বাল্কহেডে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছে দুই ডাকাত। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কীর্তিনাশা নদীর ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পিটুনিতে আহত হয়েছেন আরও পাঁচ ডাকাত।
স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একদল ডাকাত মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দেন স্থানীয় বাসিন্দারা। এসময় ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা বাল্কহেড দিয়ে তাদের স্পিডবোটের গতিপথ রোধ করে।
এসময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে আহত হন বেশ কয়েকজন। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় ৭ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ জনতা। পরে ডাকাতদের গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
অন্যদিকে, ডাকাতদের ছোড়া গুলিতে চারজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শরিয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার (০১ মার্চ ভোররাতে জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমরা খবর পাই, মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারহাট এলাকায় ডাকাতির চেষ্টা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ডাকাত দলকে ধাওয়া দিলে তারা এলোপাথারি গুলি ছোড়ে।
আরও পড়ুন<<>>ধর্ষণের অভিযোগে বাসরঘর থেকে যুবক গ্রেফতার
তিনি বলেন, ডাকাত দল কীর্তিনাশা নদী পথ ধরে পালিয়ে আসছিল। দুই জেলার সীমান্ত এলাকায় এ ঘটনা হওয়ায় মাদারীপুরের সাতজন ও শরীয়তপুরের দুইজন ডাকাতের গুলিতে জখম হন। মাদারীপুরের আহতদের মধ্যে পাঁজনকে মাদারীপুর সদর হাসপাতালে এবং দুইজনকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে শরীয়তপুরে আহত দুইজনের মধ্যে একজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
নজরুল আরও বলেন, রাত ৮টা থেকে ৯টার মধ্যে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে। বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয়। বিষয়টি জানার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে হতাহত ডাকাতদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়। আমরা একটি দেশি অস্ত্র উদ্ধার করেছি।
সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধদের মধ্যে বাল্কহেডের শ্রমিক রয়েছেন। দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।