
ছবি : আপন দেশ
শনিবার (০১ মার্চ) চাঁদ দেখা গেলে রোববার থেকে শুরু হবে রোজা। রমজান মাসের পবিত্রতা রক্ষায় রাঙামাটিতে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল বন্ধ রাখতে মালিক পক্ষকে অনুরোধ জানান। পাশাপাশি মাদক দ্রব্যর অপব্যবহার রোধ এবং সমাজে অরাজকতা সৃষ্টি থেকে বিরত থাকার আহবান জানান। সভার পর মুসলিম উম্মার উন্নয়নে দোয়া ও মোনাজাত করা হয়।
ইসলামী ফাউন্ডেশন রাঙামাটি জেলার উপ পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে সভায় ফিল্ড সুপার ভাইজার পেয়ার আহমদ,
রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব মাওলানা নাঈম উদ্দিন, কালেক্টর জামে মসজিদের খতিব আবুল হাশেম, কাঁঠালতলী জামে মসজিদের খতিব মাওলঅনা সিকান্দর হোসাইন রিজভী এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা কমিটির সহ সভাপতি মো. আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা শহরের কাঁঠালতলী এলাকা থেকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।