Apan Desh | আপন দেশ

পার্বত্য নারীদের ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে: পার্বত্য উপদেষ্টা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০২, ১ মার্চ ২০২৫

পার্বত্য নারীদের ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে: পার্বত্য উপদেষ্টা

পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, ভালো উদ্যোক্তা হতে হলে প্রথমে প্রয়োজন বিদ্যমান পণ্যের ধারণা পরিবর্তন বা নতুনত্ব আনা। যাতে মানুষ আকৃষ্ট হয়—যাকে এক কথায় ইনোভেশন বলা হয়। পার্বত্য এলাকার নারীদের স্বাবলম্বী হতে হলে ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে।

শনিবার (০১ মার্চ) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এ উপদেষ্ট বলেন, উৎপাদিত আইটেমকে উন্নততর ও টেকসই করার লক্ষ্যে নারী উদ্যোক্তারা এগিয়ে আসবেন বলে আমার বিশ্বাস। প্রয়োজনে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পার্বত্য জেলাগুলোর উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সহযোগিতা দেয়া হবে। ভালো কিছুর উদ্যোগ নিলে এর ফলাফল ভালোই হয়।

তিনি আরও বলেন, তিন পার্বত্য জেলার উদ্যোক্তাদের জন্য স্থান পাওয়ার সাপেক্ষে তিনটি বহুতলবিশিষ্ট ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এসব ভবনে উদ্যোক্তারা কম্পিউটার অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক ভিলেজ, ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, উদ্যোক্তা মেলা, ও এথনিক কমিউনিটি ভিলেজ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বিপণন করতে পারবেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমি চাই, পার্বত্য জেলাগুলোতে কোয়ালিটি এডুকেশন, লাইভলিহুড ও পরিবেশ সুরক্ষায় হারমোনিয়াসলি ডেভেলপমেন্ট হবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। নারীর উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টার সহধর্মিণী নন্দিতা চাকমা, ত্রিসিলা, সানজিদা, মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়