Apan Desh | আপন দেশ

শহীদ পরিবারের মাধ্যে রমজানের উপহার পাঠালেন কায়কোবাদ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২২, ১ মার্চ ২০২৫

শহীদ পরিবারের মাধ্যে রমজানের উপহার পাঠালেন কায়কোবাদ

ছবি: আপন দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ৭ শহীদ পরিবারের জন্য রমজানের উপহার পাঠিয়েছেন সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানও।

শনিবার (০১ মার্চ) কায়কোবাদ এর ভাতিজা কাজী শাহ আবু ফারাহ মোহাম্মদ জায়িফ শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তাদের হাতে উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, মুরাদনগর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, যুবদল নেতা মাসুম মুন্সি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. ফয়েজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রমজানের উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ ইমনের মা রেহেনা বেগম। তিনি বলেন, আমার ছেলে শহীদ হওয়ার পর কায়কোবাদ দাদা আমাকে ৫০ হাজার টাকা, বসত ঘর, টিউবওয়েল, টয়লেট, রান্নাঘর সবকিছু দিয়েছেন। কাল রোজার দিনও আমাকে উপহার পাঠিয়েছেন। আল্লাহ দাদাকে নেক হায়াত দান করুক।

শহীদ সাব্বিরের মা বলেন, কায়কোবাদ দাদা ছাড়া আমাদের কেউ খোঁজ নেয় না। তিনি আমার ছেলের চিকিৎসা, দাফন-কাফন ব্যবস্থা, সব কিছু করেছেন। আল্লাহ তাকে ভাল রাখুক।

রমজানের উপহার বিতরণকালে কাজী শাহ আবু ফারাহ মোহাম্মদ জায়িফ শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনার শহীদ সন্তানের পক্ষ থেকে এ উপহার গ্রহন করুন। প্রথম রমজানেই এ খেজুর দিয়ে ইফতার করবেন। আমার বড় বাবা (কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ) বলেছেন, আপনাদের যে কোন প্রয়োজনে আমাদের জানালে আমরা খুশি হব।

তিনি আরও বলেন, আল হামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার বড় বাবা শুরু থেকেই শহীদ পরিবারের পাশে ছিলেন। আমরা শহীদদের জন্য দোয়া করি। সব সময় তাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়