
ফাইল ছবি।
রমজানের পবিত্রতা রক্ষা ও সবার ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে সাতক্ষীরায় চালু করা হয়েছে সুলভ মূল্যের বাজার। এ বাজারে ক্রেতারা মাত্র ১০০ টাকায় কিনতে পারবেন গরুর মাংস। জেলা প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে সুলভ মূল্যের বাজার ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (০১ মার্চ) এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অ.দা.) বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।
জেলা শহরের প্রাণিসম্পদ অফিসের সামনে সুলভ মুল্যেও অস্থায়ী দোকান বসানো হয়েছে। এখানে সাশ্রয়ী মূল্যে মাংস ছাড়াও দুধ ও ডিম পাওয়া যাবে।
আরওপড়ুন<<>>এ রমজানে খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে: প্রেস সচিব
ডা. বিষ্ণুপদ বিশ্বাস বলেন, রমজান মাসে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এ উদ্যোগের মাধ্যমে মানুষ স্বল্প খরচে গরুর মাংস, দুধ ও ডিম কিনতে করতে পারবে।
মাংস কিনতে আসা ইব্রাহিম খলিল জানান, বর্তমান বাজারে দিশেহারা সাধারণ মানুষ। সেখানে এ বিশেষ বাজার সাধারণ মধ্যবিত্ত, নিম্ম মধ্যবিত্ত ও গরীব মানুষের জন্য অনেক উপকারে আসবে। একই সঙ্গে পূরণ হবে পুষ্টিরও চাহিদা।
গৃহবধূ নাসিমা খাতুন জানান, মধ্যবিত্ত সমস্যায় অনেক কষ্টে থাকলে কারো কাছে হাত পাততে পারে না। তাই সুলভ মূল্যের দোকান থেকে কমদামে ডিম দুধ মাংস কিনে খেতে পারবে।
উল্লেখ্য, মাসব্যাপী এ বাজারে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, দুধ ৭০ টাকা প্রতি লিটার এবং ডিম প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে। তবে সময়ের সঙ্গে এসব পণ্যের দাম কিছুটা ওঠানামা করতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ সুবিধা হিসেবে ক্রেতারা মাত্র ১০০ টাকায়ও গরুর মাংস কিনতে পারবেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।