Apan Desh | আপন দেশ

গাজীপুরে যৌথবাহিনীর অভিযান, আটক অর্ধশতাধিক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:২০, ১ মার্চ ২০২৫

আপডেট: ০৮:৪৯, ২ মার্চ ২০২৫

গাজীপুরে যৌথবাহিনীর অভিযান, আটক অর্ধশতাধিক

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান আটকরা

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। অভিযানে ইতোমধ্যে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (০১ মার্চ) সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রায় প্রকাশ্যেই বস্তিটিতে মাদক কারবার চলে আসছে। শুধু মাদক বিক্রিই নয়, বস্তিটির ছোট ছোট ঘরে বসে মাদক সেবনেরও ব্যবস্থা রয়েছে। পরিবহন শ্রমিকরা এ স্পটের মূল ক্রেতা বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে একাধিক বার স্থানীয় থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলেও অভিযোগ তাদের। 

সরজমিনে টঙ্গীর মাজার বস্তি ঘুরে ছোট ছোট অসংখ্য ঘর দেখা গেছে। এসব ঘরে মাদক বিক্রির পাশাপাশি মাদক সেবনেরও ব্যবস্থা রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আরওপড়ুন<<>>ডাকাতির লাগাম টানতে ব্যর্থ, ওসি প্রত্যাহার

গাজীপুরের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম জানিয়েছেন, অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে বিজিবি সদস্যরাও রয়েছে। মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। 

ইতোমধ্যে ৬০ জনের মতো মাদক কারবারিসহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীদের আটক করা হয়েছে। সেই সঙ্গে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুরো রমজানজুড়ে এমন অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়