Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবসে র‍্যালি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ২ মার্চ ২০২৫

আপডেট: ২০:২৭, ২ মার্চ ২০২৫

সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবসে র‍্যালি

সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‍্যালি

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ স্লোগানে সাতক্ষীরায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (০২ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে একটি  র‍্যালি বের হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেস ক্লাবের, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সদর উপজেলা নির্বাচন অফিসার নাদিরুজ্জামান প্রমুখ।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়