Apan Desh | আপন দেশ

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ডিসির বাজার মনিটরিং

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০০, ২ মার্চ ২০২৫

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ডিসির বাজার মনিটরিং

বাজার তদারকি করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল হক

পাবনায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখেতে ও অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক (ডিসি)।

রোববার (০২ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের নেতৃত্বে শহরের বড় বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। িএ সময় চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই, পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রশীদ ও মুনাফার হার তদারকি করা হয়।

আরওপড়ুন<<>>সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবসে র‍্যালি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, আমরা আসছি ক্রেতা বিক্রেতা উভয়কে সতর্ক করতে। যাতে পণ্যের মূল্য বেশি নেয়া না হয়। বিক্রোতা যেখান থেকে পণ্য কিনবে তার যেন ভাউচার সংগ্রহ থাকে। এতে স্বচ্ছতা নিশ্চিত করা। যাতে বিক্রেতারাও লাভ করবে, ক্রেতারাও না ঠকে। অতি মুনাফা লোভী ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বেশি দাম নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) সভাপতি এ বি এম ফজলুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়