
মুকসুদপুরে জাতীয় ভোটার দিবসে আলোচনা সভা
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ স্লোগানে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০২ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম মোস্তফা।
উপজেলা নির্বাচন অফিসার মো. জুয়েল আহম্মেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দীন শেখ, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়াদউদ্দিন, মুকসুদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছিরু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম ও মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি মো. তারিকুল ইসলাম প্রমুখ।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।