
আ.লীগের ৫ নেতাকে গ্রেফতারের সময় তাদের ওপর হামলা চালানো হয়
পিরোজপুরে আদালত চত্বর থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপিসহ আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ওপর হামলা করে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
রোববার (০২ মার্চ) পিরোজপুর জেলা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। গত ১৮ অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে আজ দুপুরে নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন, ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, সাবেক পিপি খান মো. আলাউদ্দিন, সাবেক জিপি শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু। এদের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের হয়। সেসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল আসামিরা। পরবর্তীতে রোববার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা।
আরওপড়ুন<<>>যুবদল নেতার বাড়িতে আ.লীগ সন্ত্রাসীদের হামলা, লুটপাট
তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনও শেষ না হওয়ায় আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে।
তবে আদালতে তাদের উপস্থিতি টের পেয়ে ভিড় করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। এ সময় আসামিদের গ্রেফতার দাবিতে আদালত প্রাঙ্গনে মিছিল করে ছাত্রদল। পরে আসামিরা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এ সময় পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ৫ আসামির মধ্যে আলাউদ্দীন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। বাকি ৪ জনকে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে । তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।