Apan Desh | আপন দেশ

গুজবকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ, ভাঙচুর-অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৯, ৩ মার্চ ২০২৫

গুজবকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ, ভাঙচুর-অগ্নিসংযোগ

ছবি : আপন দেশ

গাজীপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। সোমবার (০৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, ভোগড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস কারখানায় কর্মরত এক নারী শ্রমিক তার স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জের ধরে রাত সাড়ে তিনটার দিকে কারখানা সাত তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ভোর পাঁচটার দিকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।

এদিকে ওই নারী শ্রমিকের মৃত্যুর পর কারখানা কর্তৃপক্ষের অবহেলায় ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ এনে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল আটটার দিকে কারখানায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্ষতিসাধন করে। একপর্যায়ে শ্রমিকরা ভোগরা বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। বিক্ষিপ্ত শ্রমিকরা গার্মেন্টেস ফ্যাক্টরির বাইরে কয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল ও একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল দশটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্যানারোমা অ্যাপারেলস কারখানার শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে আশপাশের সকল পোশাক কারখানায়। বোর্ড বাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এবং গাজীপুর জয়দেবপুর সড়ক ও গাজীপুর টাঙ্গাইল সড়কের উভয় পাশে প্রায় অর্ধশতাধিক পোশাক কারখানা শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়