Apan Desh | আপন দেশ

ট্রাক-রোগীবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ৩

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ৩ মার্চ ২০২৫

আপডেট: ১৫:৪০, ৩ মার্চ ২০২৫

ট্রাক-রোগীবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ৩

ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। 

সোমবার (০৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অ্যাম্বুলেন্সের চালক রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল (৪৫), গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী (৬৫) ও আদরী রানী (৩৮)।

আরওপড়ুন<<>>শাহজাদপুরে হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু

গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন জানান, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এছাড়া আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তাদের স্বজনদেরও খবর দেয়া হয়েছে। তারা আসার পর মরদেহ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়