Apan Desh | আপন দেশ

ওসির বাড়িতে ডাকাতি, ৩ গরু লুট

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৫, ৩ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৫৪, ৩ মার্চ ২০২৫

ওসির বাড়িতে ডাকাতি, ৩ গরু লুট

প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ওসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাদল গুলি করে তিনটি গরু নিয়ে গেছে।

রোববার (০২ মার্চ) রাত সোয়া ১টার দিকে উপজেলার মেহেরনামা আলিয়াঘোনা এলাকায় ওসি জাহেদুল কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

জাহেদুল কবির চট্টগ্রাম শহরের চকবাজার থানার ওসি হিসেবে কর্মরত আছেন। গ্রামের বাড়িতে তার বাবা আহমদ কবির এবং ছোট ভাই মনিরুল কবির থাকেন। আর গরুগুলো দেখাশোনা করতেন তার ভাই মনিরুল কবির রাশেদ।

স্থানীয়রা জানায়, চকরিয়া-পেকুয়ায় গরু চুরির ঘটনা অহরহ। গরু চুরির জন্য অনেককে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। সম্প্রতি চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে গরু চোর সিন্ডিকেটের প্রধান নবী হোসাইনকে গ্রেফতার করেন থানার ওসি জাহিদুল কবির। তাদের ধারণা, এ ক্ষোভ থেকেই ওসির গ্রামের বাড়ি থেকে গরু লুট করার ঘটনা ঘটতে পারে।

আরওপড়ুন<<>>শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা সালিসে মীমাংসার চেষ্টা, ভিডিও ভাইরাল

এ বিষয়ে নগরীর চকবাজার থানার ওসি জাহেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট পেকুয়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, রোববার গভীর রাতে গরু চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। চোরের দল দুটি গরু নিয়ে যায়। চিহ্নিত চোর ধরতে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়