Apan Desh | আপন দেশ

এলেঙ্গা পৌরসভায় টিসিবি কার্ড সংশোধনে ঘুষ নেয়ার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪১, ৩ মার্চ ২০২৫

আপডেট: ২০:১৪, ৩ মার্চ ২০২৫

এলেঙ্গা পৌরসভায় টিসিবি কার্ড সংশোধনে ঘুষ নেয়ার অভিযোগ

গোলাম মোস্তফা।

টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভায় টিসিবি কার্ড সংশোধনের জন্য ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে পৌরসভার হিসাব রক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিটি কার্ড সংশোধনে ৩০০ টাকা করে নেয়া হচ্ছে। প্রতিবেদক নিজে ভুক্তভোগী সেজে ফোন করলে এর সত্যতা মেলে। 

সরেজমিনে জানা গেছে, এলেঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৮১৪টি টিসিবি কার্ড রয়েছে। এসব কার্ড সংশোধনের সময় মোস্তফা দরিদ্র কার্ডধারীদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন বলে জানা গেছে। প্রতিবেদকের সঙ্গে ফোনালাপে মোস্তফা নিজেও টাকা দাবি করেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

পৌরসভার বেশ কয়েকজন কর্মচারী জানান, মোস্তফা ২০১২ সালে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার সুপারিশে ১৫ হাজার টাকা বেতনে হিসাব রক্ষকের চাকরি পান। তার পরিবার ছিল কৃষক। কিন্তু ১২ বছরে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন।

স্থানীয়দের দাবি, ভুয়া প্রকল্পের চেক, ঠিকাদারদের কাছ থেকে অর্থ আদায় ও নানা অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এলেঙ্গার মশাজান এলাকায় ৩৫ লাখ টাকা দিয়ে জমি ও ৪০ লাখ টাকা দিয়ে ভেকু গাড়ি কিনেছেন।

একাধিক ভুক্তভোগী জানান, আমরা গরিব মানুষ, সরকার আমাদের টিসিবি কার্ড দিয়েছে। কিন্তু সামান্য সংশোধনের জন্যও ১০০-৩০০ টাকা ঘুষ দিতে হয়। টাকা না দিলে বারবার ঘুরানো হয়।

হিসাব রক্ষক গোলাম মোস্তফা বলেন, আমি টাকা নেই না, তবে কেউ কেউ আমার নামে টাকা নিচ্ছে। ছবি তুলতে ১ টাকা খরচ হয়।

কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এলেঙ্গা পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, আমি বিষয়টি জানতাম না, এখন শুনলাম। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়