Apan Desh | আপন দেশ

মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত অর্ধশতাধিক

টাঙ্গাইল প্রতিনিধি :

প্রকাশিত: ১৯:৫১, ৩ মার্চ ২০২৫

মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত অর্ধশতাধিক

হাসপাতালে চিকিৎসাধীন আহত বিএনপি নেতা

টাঙ্গাইলের কালিহাতীতে সালিশি বৈঠকে বিতণ্ডার এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।

এতে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বীর মুক্তিযোদ্বা শুকুর মাহমুদসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়।

সোমবার (০৩ মার্চ) বেলা ১১টার পর থেকে উপজেলার বাংড়া ইউনিয়নের সাকরাইল, সহদেবপুর ও মুলিয়া গ্রামের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। দুপুর ১২টার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরওপড়ুন<<>>মাছ বিক্রি করে বাড়ি ফেরা হলো না রাব্বির

স্থানীয়রা জানান, বাউল গানের একটি ওরশকে কেন্দ্র করে সাকারাইল ও মুলিয়া গ্রামের যুবকদের মধ্যে দুদিন আগে ঝগড়া হয়েছিল। এ কারণে আজ সকালে সালিশের আয়োজন করা হয়। সালিশে দুপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে ঢিল ছুড়লে সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান ও বিএনপি নেতা শুকুর মাহমুদ আহত হয়। এ খবর তার গ্রামে পৌঁছালে তারাও এ সংঘর্ষ জড়িয়ে পড়ে। পরে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, সালিশে কথা কাটাকাটির একপর্যায়ে ঢিল ছুড়লে বিএনপি নেতা শুকুর মাহমুদের মাথায় লাগে। এরপর ঘটনা আরও ভয়াবহ আকার নেয়। দুপুর ১২টার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়