
প্রতীকী ছবি
রংপুর নগরীর সরকার পাড়া গ্রামে রেললাইন থেকে আব্দুস ছালাম (৭০) নামে এক বৃদ্ধের পা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৩ মার্চ) দুপুরে ওই গ্রামের আমতলী রেললাইনের ওপর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধ নগরীর উত্তর বাবু খাঁ এলাকার মৃত ইফাজ উদ্দিনের পুত্র। নিহতের পরিবার বলছে, আব্দুস ছালাম মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আরওপড়ুন<<>>রংপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলা
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আমতলী রেললাইনের ওপর থেকে আব্দুল সালাম নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে মারা গেছে, বিষয়টি এখনও পরিষ্কার নয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।