
ছবি: আপন দেশ
খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র পাহাড়ি দুই সন্ত্রাসী সংগঠন জেএসএস ও ইউপিডিএফ গোলাগুলিতে রূপসি চাকমা নামে এক গৃহবধু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৩ মার্চ) পানছড়ির উত্তর দুদুকছড়ার দুর্গম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রৗ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকাল থেকে পানছড়ির উত্তর দুদুকছড়ার দুর্গম এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন প্রসিতপন্থী ইউপিডিএফ ও সন্তু লারমা জেএসএস এর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়।
আরওপড়ুন<<>>চুরির অভিযোগে তুলে ফেলা হল যুবকের দুচোখ
এতে দুপক্ষের কেউ হতাহত না হলেও হাতিমারা গ্রামের রূপসি চাকমা নামে এক গৃহবধূ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পানছড়ি থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, পানছড়ির দুর্গম এলাকা উত্তর দুদুকছড়া এলাকায় সশস্ত্র পাহাড়ি দুই সন্ত্রাসী সংগঠনের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে উভয়পক্ষের কেউ হতাহত না হলেও রূপসি চাকমা নামে এক গৃহবধূ নিহত হয় বলে জানা যায়। তবে এলাকাটি দুর্গম হওয়ার কারণে সেখানে যাওয়া যায়নি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।