
কোম্পানীগঞ্জ থানা।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমের সম্পর্ক না মানায় এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার চরপার্বতী ইউনিয়নের হাজী পাড়ায় নানার বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত ইয়াসমিন আক্তার (১৬) উপজেলার চরপার্বতী ইউনিয়নের সাবির আলী মিয়াজী বাড়ির আব্দুল হাকিমের মেয়ে। সে স্থানীয় কদমতলা এএসসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (০৩ মার্চ) বিকেল থেকে ইয়াসমিন নিখোঁজ ছিল। তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাত ১২টায় পরিবারের কাছে হস্তান্তর করে। তবে পরিবারের সদস্যরা তাকে নিজের বাড়ির বদলে নানার বাড়িতে রাখেন। গভীর রাতে শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইয়াসমিন।
আরও পড়ুন>>>দুর্বৃত্তের গুলিতে জামায়াতের ২ কর্মী নিহত
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, মেয়েটি নিখোঁজ হলে তার পরিবার জিডি করেছিল। পরে জানা যায়, সে পাশের বাড়িতে লুকিয়ে ছিল। পারিবারিক মনোমালিন্যের কারণেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা বলছে, ইয়াসমিনের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। এ কারণে সে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।