
ছবি: আপন দেশ
নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসীর বাড়িতে নির্মাণ কাজে বাধা, জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের রামপুর গ্রামে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলন করে।
প্রবাসী ফরহাদ ও ফারুকের মা সুজিয়া খাতুন বলেন, আমার স্বামী মারা গেছেন। দুই ছেলে সৌদি প্রবাসী। আমি ছেলেদের স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়িতে থাকি। আমার ছোট ছেলে ফরহাদ দেশে থাকাকালীন প্রতিবেশী নুরুল ইসলামের বোন নুর নাহার বেগমের কাছ থেকে ৮ শতাংশ জমি কিনে। কিন্তু নুরুল ইসলাম জোর করে ওই জমি দখল করে আমাদের সেখানে কাজ করতে দিচ্ছে না।
তিনি আরও বলেন, আমরা সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে নুরুল ইসলাম বাধা দেয়। জমি দখল করে নিজেদের নামে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। এলাকাতে সে প্রভাব খাটিয়ে অনেকের সম্পত্তি দখল করে রেখেছে। আমরা প্রতিকার চাইতে গেলে আমাদের গালমন্দ করে, হুমকি দেয়, এমনকি হামলার চেষ্টা করে।
সুজিয়া খাতুন বলেন, বাড়িতে কোনো পুরুষ সদস্য নেই। নারী ও শিশুদের নিয়ে আতঙ্কে আছি। যেকোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, এ নিয়ে পরে কথা বলবো। এখন সময় নেই।
প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরাপুর গ্রামে প্রবাসী সুমনের বাড়িতে প্রতিপক্ষ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রকাশ্যে হামলা চালায়। আধাঘণ্টা ধরে ভাঙচুর ও লুটপাট চলে। প্রবাসী সুমন পুলিশ প্রশাসনের কাছে সহায়তা চাইলেও কোনো প্রতিকার পাননি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।