
ছবি: সংগৃহীত
বগুড়া শহর শ্রমিক লীগের আহবায়ক তুফান সরকারকে নারী হাজতখানায় রাখার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনা করা হয়েছে। এছাড়া এ ঘটনায় হাজতাখানায় কর্মরত পুলিশের টিএসআই জয়নালকে প্রত্যাহার করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার (০৩ মার্চ) দুপুরে একটি মামলায় হাজিরা দিতে কোর্টে নেয়া হয় তুফান সরকারকে। হাজিরা শেষে তাকে আদালতের হাজতখানায় নারী কাস্টডিতে রাখে পুলিশ। সে সময় হাজতখানায় তুফান সরকারের স্ত্রী, তার শ্বাশুড়ী ও কোর্টের এক আইনজীবীর সহকারি ছিলেন।
তারা ভেতরে থাকা অবস্থায় বিষয়টি জানাজানি হলে আদালত চত্বর সরব হয়ে ওঠে। এর একপর্যায়ে বিকেল চারটার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রটসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা। পরে তুফানের স্ত্রী, শাশুড়ি ও ওই আইনজীবী সহকারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
আরওপড়ুন<<>>দুর্বৃত্তের গুলিতে জামায়াতের ২ কর্মী নিহত
এছাড়া বেআইনভাবে তুফানকে নারী হাজতখানায় রাখার অভিযোগে টিএসআই জয়নালকে প্রত্যাহার করা হয় ও তদন্ত কমিটি করা হয়। কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
উল্লেখ্য, ২০১৭ সালে তুফান সরকারের বিরুদ্ধে বগুড়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর ওই ছাত্রীর মা ও মেয়েকে মাথা ন্যাড়া করে দেয় তুফানের স্ত্রী ও স্বজনেরা। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে তুফানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে হত্যাসহ অন্তত এক ডজন মামলা হয় তার বিরুদ্ধে। কিছুদিন আগে হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান তুফান সরকার।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।