Apan Desh | আপন দেশ

রাজশাহীতে মহিলা লীগ নেত্রী আটক

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৩, ৪ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৩৩, ৪ মার্চ ২০২৫

রাজশাহীতে মহিলা লীগ নেত্রী আটক

ছবি: আপন দেশ

রাজশাহীতে ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের সভাপতি হাফিজা বেগম হ্যাপিকে আটক করে পুরিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাফিজা বেগম হ্যাপি ১৯ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া চন্দ্রিমা থানা ঘাতক দালাল নির্মূল কমিটির সভা নেত্রীর দায়িত্ব পালন করেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গা ঢাকা দেন। তার বিরুদ্ধে নগরীর কোনো থানায় অভিযোগ বা মামলা না থাকলেও ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন।

আরও জানা যায়, সোমবার (০৩ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু বিতর্কিত ছবি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে হ্যাপি অনেক ছবি তুলেছেন। এছাড়া জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হেলমেট পরে লাঠি হাতে হামলা চালানোর ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরওপড়ুন<<>>নারী হাজতখানায় শ্রমিক লীগ নেতা তুফান, এসআই প্রত্যাহার

 এদিকে, হ্যাপির আটকের খবরে থানায় জড়ো হতে শুরু করে স্থানীয়রা। এ সময় তারা অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর হ্যাপি ভিন্ন মতাবলম্বী মানুষের নামে রাজনৈতিক মামলা, হামলা এবং জমি দখল করে তিনতলা বাড়ি নির্মাণ করেছেন। তার বিরুদ্ধে থানায় দালালির অভিযোগও উঠেছে।

স্থানীয়রা আরও জানান, সাবেক মেয়র লিটনের যাতায়াত ছিল তার বাড়িতে এবং তার মেয়ে সুমিকে রাজশাহী সিটি করপোরেশনে স্বাস্থ্য বিভাগে চাকরি দিয়েছিলেন। তবে ৫ আগস্টের পর সুমি আর নগর ভবনে যাননি।

চন্দ্রিমা থানা যুবদলের সাবেক সদস্য নাসিব অভিযোগ করে বলেন, গত বছরের ৩ আগস্ট হ্যাপি ও তার কর্মীরা আমার বাড়িতে ঢুকে হামলা চালায়। সেসময় আমার মাকে মারধর করে এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে।

ওসি আরও জানান, স্থানীয়রা হ্যাপিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়