Apan Desh | আপন দেশ

ছাত্র আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৮, ৪ মার্চ ২০২৫

আপডেট: ১৯:০৯, ৪ মার্চ ২০২৫

ছাত্র আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় রংপুর জেলা যুবলীগ নেতা নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর স্টেশান এলাকায় থেকে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাদ্দাম নগরীর স্টেশন এলাকার আলম নগর বাবু পাড়ার মৃত ধলু মিয়ার ছেলে। তিনি জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মুজিদ আলী। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় নগরীর স্টেশন এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ সংগঠন রংপুর ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ও জেলা যুবলীগ নেতা নাহিদ হাসান সাদ্দামকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে।

আরওপড়ুন<<>>নারী হাজতখানায় শ্রমিক লীগ নেতা তুফান, এসআই প্রত্যাহার

সাদ্দাম গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজা রামমোহন ক্লাবের সামনে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের গুলিতে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি।

সে অস্ত্র হাতে প্রকাশ্যে ওই হামলায় অংশ নিয়েছিল। সে সময় অস্ত্র হাতে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ৫ আগস্টের পর আত্মগোপনে চলে গিয়েছিলেন সাদ্দাম। 

তিনি আরও জানান, বৈষমবিরোধী আন্দোলন দমাতে রংপুরে সংঘটিত হামলাগুলোর অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন সাদ্দাম। মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার পুত্রসহ ১২৮ জনকে আসামি করে গত বছরের ২৯ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা দায়ের করেন মুন্নার বাবা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়