
ফাইল ছবি।
যশোরে সদর উপজেলার কচুয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আলী ক্লের (৪৮) স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী।
পালিয়ে যাওয়া যুবলীগ নেতার স্ত্রীর হলেন শারমিন সুলতানা তমা (৪২)। আর ছাত্রলীগ কর্মী হলেন ইমরান হোসেন (২৫) ওরফে টোকাই ইমরান। তমা যুব মহিলা লীগের নেত্রী ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ওরফে টোকাই ইমরান স্বপরিবারে এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ কিন্তু ইউনিয়ন যুবলীগ নেতা ক্লে একাই পালিয়ে যায়৷ কিছু দিন পর ওই ছাত্রলীগ নেতা যুবলীগ নেতার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়৷ সম্প্রতি ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানিয়েছেন, গত বছরের ৫ আগষ্টের পরই তমা ও টোকাই ইমরান ঘর বাধার স্বপ্ন নিয়ে পালিয়ে গেছে। যা এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল। ইমরান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোর সদর উপজেলা শাখার সদস্য ছিল। এলাকায় সে টোকাই ইমরান নামে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
আরওপড়ুন<<>>নারীর উরুতে দেবতার ছবি, ট্যাটু শিল্পী গ্রেফতার
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ইমরান এবং তমা এক সঙ্গে থাকত। বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে এক সঙ্গে যাতায়াত করতো। অনেক সময় গভীররাতে ফিরতো আবার কোনো কোনো রাতে ফিরতো না। কিন্তু ইমরান আর তমার বয়সের ব্যাপক ফারাক থাকায় কেউ কখনো সন্দেহ করেনি৷।
এদিকে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা মোহাম্মদ আলী ক্লে বিভিন্ন মাধ্যমে নিজ এলাকায় স্ত্রীকে ফিরে পেতে চেষ্টা করছেন। কিন্তু ইমরানও পলাতক থাকায় ঘটনাটির কোনো সমাধান হয়নি।
ইমরান হোসেন ওরফে টোকাই ইমরান কচুয়া ইউনিয়নের নিমতলি গ্রামের হাদিউজ্জামানের ছেলে। যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা তমা কচুয়া ইউনিয়নের দেয়াপাড়ার স্কুল মাঠ পাড়ার আব্দুল ওহাব মোল্লার মেয়ে। তমার দুটি সন্তান রয়েছে। ইমরান অবিবাহিত ছিল।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।