Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে পাঁচ প্রতিষ্ঠান‌কে ২৪ হাজার টাকা জ‌রিমানা 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪২, ৫ মার্চ ২০২৫

নোয়াখালীতে পাঁচ প্রতিষ্ঠান‌কে ২৪ হাজার টাকা জ‌রিমানা 

ছবি: আপন দেশ

পবিত্র রমজান মাস উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ীতে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (০৫ মার্চ) বেলা ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলার ইসলামগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মো.আছাদুল ইসলাম।  

অভিযান সূত্রে জানা গেছে, রমজা‌ন মা‌সে নিত্যপণ্যের বাজার স্থি‌তিশীল রাখ‌তে এ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়। এ সময় সয়াবিন তেলের ৫‌ লিটার বোতলের গা‌য়ের মূল্যর চেয়ে বেশি দাম রাখায় মেসার্স হাজী এন্তাজুল হক অ্যান্ড সন্স‌কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা‌কে প্রতিশ্রুত পণ্য যথাযথভা‌বে সরবরাহ না করায় মেসার্স মা‌লেক স্টোর‌কে ৩ হাজার টাকা, মূল্য তা‌লিকায় প্রদ‌র্শিত মূ‌ল্যের চেয়ে বেশি দামে মুরগী বিক্রি করায় মেসার্স আধু‌নিক পোল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকা, মূল্যা তা‌লিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স খোক‌নের মুরগীর দোকানকে ৩ হাজার টাকা এবং মেসার্স জ‌লি‌লের মুরগীর দোকান‌কে ৩ হাজার টাকাসহ জরিমানা করা হয়।

আরওপড়ুন<<>>বাঘের থাবায় ক্ষতবিক্ষত যুবক 

মোট ৫ প্রতিষ্ঠান‌কে ২৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এ সময় জেলা বি‌শেষ টাস্ক‌ফোর্স টি‌মের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসা‌র সদস্যরা।

এ বিষয়ে সহকারি পরিচালক মো.আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অন্যদেরও সতর্ক করা হয়। 

আপন দেশ/এমএস  
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়