Apan Desh | আপন দেশ

পাবনায় ভয়াবহ আগুনে গৃহবধূসহ ১২ ছাগলের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪০, ৫ মার্চ ২০২৫

আপডেট: ১৭:৪১, ৫ মার্চ ২০২৫

পাবনায় ভয়াবহ আগুনে গৃহবধূসহ ১২ ছাগলের মৃত্যু

ছবি: আপন দেশ

পাবনার ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় ১২টি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া ৬টি পরিবারের ১৩টি বসতঘর পুড়ে গেছে।

বুধবার (০৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ওসি শহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ হলেন হাজেরা বেগম (৩৫)। তিনি ওই গ্রামের জিয়ারুল কাজির স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ জিয়ারুল কাজির বাড়িতে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। পরে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও লালপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরওপড়ুন<<>>নিজের তৈরি উড়োজাহাজে উড়ে স্বপ্ন পুরণ জুলহাসের

এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন জিয়ারুল কাজি। আগুনে পুড়ে তার স্ত্রী হাজেরা বেগম মারা যান। এছাড়া তার ১২টি ছাগলও পুড়ে মারা গেছে। নিহত হাজেরা তিন সন্তানের জননী ছিলেন।

সরজমিনে পরিদর্শনে দেখা গেছে, এসব পরিবারের বাড়ির ছাউনি ও বেড়া টিনের হওয়ায় পুরো ঘরই পুড়ে গেছে। বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান মালামাল কিছুই অবশিষ্ট নেই।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রয়েছে, আব্দুর রহমান কাজি, তার দুই ছেলে রকিব কাজি ও রতন কাজি, মাহবুর কাজি, জিয়ারুল কাজি ও মাহবুব রহমান।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, ঈশ্বরদী, লালপুর, পাবনা ও পাকশী ইপিজেড ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।
 
ওসি শহিদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়