Apan Desh | আপন দেশ

কারাগারে কয়েদীদের সঙ্গে হাতাহাতিতে আ.লীগ নেতারা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৬, ৫ মার্চ ২০২৫

আপডেট: ২১:৪০, ৫ মার্চ ২০২৫

কারাগারে কয়েদীদের সঙ্গে হাতাহাতিতে আ.লীগ নেতারা

তৌফিক ইমাম খান, মোতাহার হোসেন মুতাই, শেখ লালু।

হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা আওয়ামী লীগ নেতারা অন্যান্য কয়েদীদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ নেতাকে শাস্তি হিসেবে অন্য জেলায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার (০৫ মার্চ) বিকেলে পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশৃঙ্খল আচরণের কারণে মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে তাদের রাজশাহী ও নওগাঁ কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত পাঁচজনই আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা। তারা হলেন- জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম খান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শেখ লালু, গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান সুইট, আরও একজন রয়েছে। যার নাম প্রকাশ করা হয়নি।

জেল সুপার ওমর ফারুক জানান, কয়েকদিন ধরে এসব আসামি কারাগারের অন্যান্য কয়েদীদের সঙ্গে খারাপ আচরণ করছিলেন। সর্বশেষ ৩ মার্চ বিকেলে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কয়েদীদের ওপর হাত তোলেন।

আরও পড়ুন>>>ভারতের উপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারা কর্তৃপক্ষ তাদের স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এর ফলে তৌফিক ইমাম, শেখ লালু ও আসাদুজ্জামান সুইটকে রাজশাহী কারাগারে এবং মুতাই ও অপরজনকে নওগাঁ কারাগারে পাঠানো হয়।

জেল সুপার আরও বলেন, বাইরে তারা যেমন বেপরোয়া ছিলেন, কারাগারেও একইভাবে চলছিলেন। অন্য কয়েদীদের সঙ্গে খারাপ আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের স্থানান্তর করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়