Apan Desh | আপন দেশ

মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা

‘ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করতে দেবে না’

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৩, ৫ মার্চ ২০২৫

আপডেট: ১৯:২৫, ৫ মার্চ ২০২৫

‘ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করতে দেবে না’

প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু করে সুরজিৎ নামে এক মিষ্টি ব্যবসায়ী আত্মহত্যা করেছে।

বুধবার (৫ মার্চ) সকালে উপজেলার কচাকাটা বাজারে নিজ দোকান থেকে ওই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুরজিৎ মন্ডল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধী নগর ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কচাকাটা বাসস্টান্ডে অর্পিতা সুইটস নামে মিষ্টির দোকান পরিচালনা করতেন।

এদিকে, আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে যান সুরজিৎ। এতে লেখা রয়েছে, ‘হে কচাকাটা বাসিন্দাবৃন্দ ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করতে দেবে না।’ তাকে হয়রানির কথাও রয়েছে চিরকুটে।

আরওপড়ুন<<>>কারাগারে কয়েদীদের সঙ্গে হাতাহাতিতে আ.লীগ নেতারা 

স্থানীয়রা জানায়, সুরজিৎ দীর্ঘদিন থেকে স্থানীয় মিলন মিয়ার ঘর ভাড়া নিয়ে মিষ্টির ব্যবসা করে আসছিল। কয়েক মাস আগে ওই ঘর ছেড়ে দিয়ে পাশের একটি ঘর ভাড়া নিয়ে মিষ্টি তৈরির কারখানা বসান। সেই কারাখানার সামনের রাস্তায় টেবিল চেয়ার বসিয়ে মিষ্টি বিক্রি করতেন। 

কচাকাটা থানার ওসি নাজমুল আলম জানান, আত্মহত্যাকারী ব্যবসায়ীর ভিডিও বার্তা ও সুসাইডাল নোট উদ্ধার করা হয়েছে। সুসাইডাল নোটে তার মৃত্যুর জন্য কাউকে দায়ি করেনি। মোবাইল বন্ধ হয়ে যাওয়ায় ভিডিও রেকর্ডটি দেখা সম্ভব হয়নি। তদন্ত শেষ হলে তার আত্মহত্যার কারণ জানা যাবে। যতটুকু জানা গেছে, ঋণের চাপে হতাশা থেকে আত্মহত্যা করতে পারে। 

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়