Apan Desh | আপন দেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ৫ মার্চ ২০২৫

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

দুই সন্তানের জননী-প্রেমিক জুয়েল

পটুয়াখালীর দুমকীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী আখি আকতার।

অভিযুক্ত যুবক স্থানীয় আলমগীর হাওলাদারের পুত্র জুয়েল হাওলাদার । 

বুধবার (০৫ মার্চ) সকাল থেকে দুমকীর এম কেরামত আলী হাই স্কুল সংলগ্ন ওই যুবকের বাড়িতে অনশনে আছেন ওই গৃহবধূ। 

এ সময় তিনি অভিযোগ করে বলেন, স্বামী বিদেশ থাকার সুযোগে জুয়েল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তারা দুমকিতে একটি বাসায় এক সঙ্গে থাকতেন।

বিষয়টি জানাজানি হলে প্রেমিকের জুয়েলের কথা মত ঢাকা ও পটুয়াখালীতে বাসা নিয়ে থাকতেন তারা। কিন্তু বর্তমানে জুয়েল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় অনশনে বসতে বাধ্য হয়েছেন তিনি। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত জুয়েল হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়