Apan Desh | আপন দেশ

খেলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশু নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:২২, ৫ মার্চ ২০২৫

খেলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশু নিহত

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় আব্দুল্লাহ আল নিহাল নামের ১৪ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। 

বুধবার (০৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বরমি ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাড়ারণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ গাড়ারণ গ্রামের আল আমিনের ছেলে।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশেই শিশু আব্দুল্লাহদের বাড়ি। স্বজনদের অজান্তে খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে রেললাইনে চলে যায় সে। এ সময় ঢাকাগামী ব্রহ্মপুত্র ইন্টারসিটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে। এতে মাথায় আঘাত লাগে। পরে স্বজনরা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মৃত অবস্থায় একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুর মাথায় আঘাতের চিহ্ন ছিল।

এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার বিষয়ে আমি জানি না। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়