
ছবি: আপন দেশ
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোন্দকার আনিছুর রহমান তার ওপর হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন। বৃহস্পতিবার (০৬ মার্চ) বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জানান, জীবন নামে এক ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট করেন। যা পরে তার ফেসবুকেও শেয়ার হয়ে যায়। এর জেরে গত ৩ মার্চ রাতে টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ তাকে ডেকে পাঠান।
আনিছুর রহমানের অভিযোগ, কথাকাটাকাটির একপর্যায়ে আওয়ামী লীগের সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের ভাতিজা আব্দুল্লাহ হেল কাফি তার ওপর হামলা চালান। এ সময় মনিনুল হক খান নিকছন তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। ঘটনায় ন্যায়বিচারের দাবিতে তিনি টাঙ্গাইল সদর থানা ও জেলা বিএনপির নেতাদের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
যুবদল আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ বলেন, আনিছুর রহমান দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালান। এ বিষয়ে জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছিলেন। হামলার অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আনিছুর রহমান কোনো প্রমাণ দিতে পারবেন না।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন বলেন, আনিছুর রহমানের লিখিত অভিযোগ পেয়েছেন তারা। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।