
ছবি সংগৃহীত
জয়পুরহাটের পাঁচবিবির সাব রেজিস্ট্রি অফিসে টাকা নিয়ে ভুয়া দলিল এবং দলিল লেখকদের অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয়রা। পরে সাব রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে পাঁচবিবি সাব রেজিস্ট্রার অফিসে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা পাঁচবিবির ভারপ্রাপ্ত সাব রেজিস্টার এসএম কামরুল হোসেন, দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে কয়েক ঘণ্টা এজলাসে অবরুদ্ধ করে রাখে। বিক্ষুদ্ধ আন্দোলনকারীদের সঙ্গে বাকবিতন্ডা হয় তাদের।
পরে এজলাসের বাইরে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এ এইচ হাসিবুল হক সানজিদের সভাপতিত্বে বক্তব্য দেন- মুখ্য সংগঠক এহসান নাহিদ, যুগ্ম আহবায়ক আল আমিন ফকিরসহ স্থানীয় ছাত্র প্রতিনিধি ও ভুক্তভোগীরা।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।