
ছবি: আপন দেশ
রাঙামাটিতে পবিত্র রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) জেলা শহরের একটি রেস্টুরেন্টে জামায়াতে ইসলামী এ মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মুহাম্মদ জাফর সাদেক। তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক দলকে শত্রু মনে করি না, সবাই আমাদের বন্ধু। দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কুরআন মানবজাতির কল্যাণের জন্য এসেছে। রমজানের উদ্দেশ্য হলো মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা। যা অন্যায় ও অবিচার থেকে বিরত রাখে।
তিনি বলেন, রমজানে রূহানী শক্তি বাড়াতে হবে। তাকওয়া অর্জন করতে হবে। কুরআন শুধু পাঠের জন্য নয়, তা বোঝা ও অনুসরণ করাও জরুরি।
যাকাত প্রসঙ্গে তিনি বলেন, যাকাত কোনো দয়া বা দান নয়, এটি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। এটি সম্পদশালীদের জন্য ফরজ। যা ইসলামী শরীয়াহ মোতাবেক আদায় করতে হবে।
বিশেষ আলোচক ছিলেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীমের সভাপতিত্বে ও সেক্রেটারি মনছুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।
স্বাগত বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হাসেমুল হক খন্দকার। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন>>>‘মব জাস্টিসের’ দায় সরকার এড়াতে পারে না: বাংলাদেশ ন্যাপ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা পরিষদের সদস্য হাবিব আজম, মিনহাজ মুরশিদ, এলডিপির জেলা সাধারণ সম্পাদক দিদারুল আলম ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সভাপতি গঙ্গা মানিক চাকমা।
এছাড়াও বিভিন্ন আলেম, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাওলানা আবুল বশর। ইফতার মাহফিল শেষে মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম।
আপন দেশ/ এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।